সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে পুলিশের অভিযানে ১১ জন কে গ্রেফতার করেছে।
থানা পুলিশ সুত্রে জানা গেছে গত ২৯ জুন বুধবার দিবাগত গভীর রাতে উপজেলার সীমান্তবর্তি কৃষ্ণসদা গ্রামে সাপাহার থানা পুলিশের একটি দল বিশেষ অভিযান চালিয়ে জি আর ৭৪/২০ (সাপাঃ) সংক্রান্ত মামলার ওয়ারেন্টভূক্ত আসামি হায়াত আলী, পিতা-মোঃ আতাউর রহমান,মোঃ নজরুল ইসলাম, পিতা-মৃত রোস্তম আলী,মোঃ দুরুল আলাউদ্দিন,উভয়, পিতা-আফজাল হোসেন, মোঃ আতাউর রহমান, পিতা-মৃত রোস্তম আলী,মোঃ আহাদ আলী, পিতা-মৌঃ আতাউর রহমান, ৭। এসরাইল, পিতা-মৃত রোস্তম আলী,মোঃ মাহবুবুর রহমান, পিতা-মৃত ইসলাম আলী,আমিরুল ইসলাম, পিতা-মৃত ইসলাম আলী,সানাউল্লাহ, পিতা-মোঃ এসরাইল গ্রেফতার করতে সক্ষম হয়। অপর দিকে একই দিন উপজেলার মালিপুর-কুচিন্দরী গ্রামে অভিযান চালিয়ে মাদক বিক্রেতা সৈবুর রহমান কে টক করে তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে। গ্রেফতারকৃত ১১জন আসামীকে বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হয়েছে।
দৈনিক দেশতথ্য//এল//