সাপাহার (নওগাঁ)প্রতিনিধিঃ নওগাঁর সাপাহারে বিশ্ব জীববৈচিত্র্য দিবস উদযাপন করা হয়েছে।
২২ মে বৃহস্প্রতিবার সকাল ১১ টায় মধইল উচ্চ বালিকা বিদ্যালয়ে”প্রকৃতির সাথে সামঞ্জস্য এবং টেকসই উন্নয়ন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জবই বিল জীববৈচিত্র্য সংরক্ষণ ও সমাজ কল্যাণ সংস্থা দিবসটি উদযাপন করে।
দিবসে শিক্ষার্থীদের মাঝে রচনা প্রতিয়োগীতা, আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ করা হয়। প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন সংস্থার প্রতিষ্ঠাতা সোহানুর রহমান সবুজ। স্বাগত বক্তব্য দেন সংস্থার সভাপতি ফরহাদ, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উক্ত বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এবাদুর রহমান, আলোচনায় অংশ নেন সহকারী শিক্ষক আল ফারুক সহ অন্যান্যরা।
সভাটির সঞ্চালনা করেন সংস্থার সহ সাধারণ সম্পাদক শামিম রেজা।

Discussion about this post