Print Date & Time : 23 April 2025 Wednesday 12:44 am

সাপাহারে ব্যাডমিন্টন টুর্না‌মেন্ট অনু‌ষ্ঠিত

সাপাহার (নওগাঁ)প্রতিনিধিঃ নওগাঁর সাপাহা‌রে ঐতিহ্যবাহী ব্যাডমিন্টন অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে।

বৃহ‌স্পতিবার ২৩ ফেব্রুয়ারী রাত সা‌ড়ে ৭ টায় উপ‌জেলার জি‌রো প‌য়েন্ট নিউ মা‌র্কেট কো‌ডে
সাপাহার ব্যাডমিন্টন ক্লাব কর্তৃক আ‌য়ো‌জিত ব্যাডমিন্টন টুর্না‌মেন্ট ২০২৩ ইং এ প্রধান অ‌তিথি হি‌সে‌বে উপস্হিত থে‌কে টুর্না‌মেন্টের শুভ উ‌দ্বোধন ক‌রেন নওগাঁ জেলা আওয়ামীলী‌গের সাধারন সম্পাদক ও খাদ্যমন্ত্রী বীর মু‌ক্তি‌যোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এম‌পি।

সাপাহার ব্যাডমিন্টন টুর্না‌মে‌ন্টের সভাপ‌তি প্রভাষক জুল‌ফিকার আলী সম্রা‌ট এর সভাপ‌তি‌ত্বে টুর্নামে‌ন্টে আ‌মন্ত্রিত অ‌তিথি হি‌সে‌বে উপ‌স্হিত ছি‌লেন রংপুর সি‌টি ক‌র্পো‌রেশ‌নের প্রধান নির্বাহী কর্মকর্তা রুহুল আ‌মিন মিঞা।

এ সময় উপ‌স্হিত ছি‌লেন উপ‌জেলা চেয়ারম্যান আলহাজ্ব শাহ্জাহান হো‌সেন, সাপাহার উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার আব্দুল‌্যাহ আল মামুন, পত্নীতলা উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার রুমানা আফ‌রোজ, সাপহার থানার অ‌ফিসার ইনচার্জ হুমায়ুন ক‌বির, পত্নীতলা থানার অ‌ফিসার ইনচার্জ পলাশ চন্দ্র দেব, নওগাঁ জেলা আওয়ামী লী‌গের বিজ্ঞান ও প্রযু‌ক্তি বিষয়ক সম্পাদক সোলায়মান আলী লিটন, সাপাহার উপ‌জেলা আওয়ামী লী‌গের সভাপ‌তি শামসুল আলম শাহ্ চৌধুরী, সাধারন সম্পাদক মাসুদ রেজা সা‌রোয়ার, যুগ্ন সাধারন সম্পাদক ও জেলা প‌রিষদ সদস‌্য ফজ‌লে রাব্বী, যুগ্ন সাধারন সম্পাদক ও সাপাহার ব‌্যাড‌মিন্টন ক্লা‌বের উপ‌দেষ্টা আব্দুল বারী শাহ্ চৌধুরী, নওগাঁ জেলা আওয়ামী ম‌হিলা লী‌গের সহ সভাপ‌তি সোমা মজুমদার, সহ আওয়ামীলীগ অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপ‌স্হিত ছি‌লেন।

দৈনিক দেশতথ্য//এসএইচ//