সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: “আগামী প্রজম্মকে সক্ষম করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক এক মহড়া অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুরে সাপাহার ডাঙ্গাপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে
সাপাহার উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বাস্তবায়নে উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক খন্দকার সামশুজ্জামানের সভাপতিত্বে অনুুষ্ঠিত ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিবসের তৎপর্য তুলে ধরে বক্তব্য প্রদান করেন সাপাহার উপজেলা নির্বাহী অফিসার মো: মাসুদ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে সাপাহার ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন লিডার এসলাম হোসেন, লিডার কামরুজ্জামান, ফায়ার ফাইটার সুমন প্রমুখ বক্তব্য প্রদান করেন।
এসময় বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা, ছাত্র ছাত্রী ও স্কাউট দল সেখানে উপস্থিত ছিলেন। বক্তব্য শেষে ফায়ার ফাইটারগন দুর্যোগ ব্যবস্থাপনায় বিদ্যালয়ের তিন তলা হতে ভূমিকম্পের সময় স্বল্প সময়ে নামার কৌশলগত মহড়া এবং আগুন নেভানোর বিভিন্ন মহড়া প্রদার্শন করেন।

Discussion about this post