সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর সাপাহারে জাতীয় দৈনিক ভোরের দর্পণ পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।
পত্রিকাটির ২২বছর বর্ষপূর্তি ও ২৩ বছরে পদার্পণ অনুষ্ঠান উপলক্ষে কেক কর্তন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল সাড়ে ১০টায় সাপাহার আরব টাওয়ার ২য় তলায় উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব নুরল হক মাষ্টার এর সভাপতিত্বে ভোরের দর্পণ পত্রিকার সাপাহার প্রতিনিধি প্রদীপ কুমার সাহা’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ শাহজাহান হোসেন, বিশেষ অতিথি বিশিষ্ট শিক্ষানুরাগী অবসরপ্রাপ্ত শিক্ষক ও উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক অধির চৌধুরী, সদর ইউপি চেয়ারম্যান সাদেকুল ইসলাম, অনুশিলণ যুব সংঘের পরিচালক আমমান চৌধুরী, ৭১ টিভির প্রতিনিধি গোলাপ খন্দকার, আনন্দ টিভির প্রতিনিধি নিখিল বর্মন, সাংবাদিক সোহেল চৌধুরী, সেলিম রেজা, তোফায়েল আহম্মেদ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
দৈনিক দেশতথ্য//এসএইচ//