Print Date & Time : 11 May 2025 Sunday 4:23 am

সাপাহারে মাদকদ্রব্যের অপব্যবহার রোধে কর্মশালা

নওগাঁর সাপাহারে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সাপাহার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে বুধবার (২৯ জুন) দিনব্যাপী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের উদ্যোগে ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নওগাঁ জেলা কার্যালয়ের সার্বিক তত্ত¡াবধায়নে ওই কর্মশালা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্যাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন মন্ডল।

অন্যান্যর মধ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নওগাঁ জেলার সহকারী পরিচালক লোকমান হোসেন, সহকারি প্রসিকিউটর সোহেল রানা, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস সরকার, বীর মুক্তিযোদ্ধা ওমর আলী মোল্লা, এস আই নুরুল ইসলাম,  উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,জনপ্রতিনিধি, শিক্ষক-সাংবাদিকবৃন্দ অংশ নেয়।

আর//দৈনিক দেশতথ্য//২৯ জুন-২০২২//