Print Date & Time : 11 August 2025 Monday 1:34 am

সাপাহারে রবিবার থেকে টিসিবির পণ্য বিক্রি শুরু

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে আগামি রবিবার থেকে নিম্ন আয়ের পরিবারের মাঝে টিসিবি পণ্য বিক্রি শুরু হবেনিম্ন আয়ের মানুষের কাছে টিসিবির পণ্য বিক্রয়ের সার্বিক কর্মকান্ড অবহিত করতে সাপাহারে সংবাদ সম্মেলন এ তথ্য জানানো হয়েছে।
উপজেলায় কর্মরত সাংবাদিকদের নিয়ে সংবাদ সম্মেলন করেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন।
শনিবার (১৯মার্চ) বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উক্ত সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা নির্বাহী অফিসার বলেন, এই উপজেলায় মোট ১৫ হাজার ৪শ’ ৫৩ জন নিম্ন আয়ের মানুষ টিসিবির মাধ্যমে নিত্য প্রয়োজনীয় সামগ্রী পাবেন। এক্ষেত্রে প্রতিকেজি চিনির মূল্য ৫৫টাকা, প্রতিকেজি মসুর ডাল ৬৫টাকা, প্রতি লিটার সয়াবিন তেল ১১০টাকা, প্রতিকেজি পেঁয়াজ ৩০টাকা, প্রতিকেজি ছোলা ৫০টাকা, প্রতি কেজি খেজুর ৮০টাকা মূল্য নির্ধারণ করা হয়েছে। সাপাহারে সুবিধাভোগী পরিবারগুলোর তালিকা তৈরি করে বিশেষ ফ্যামিলি কার্ড দেওয়া হয়েছে। আগামিকাল দুটি ডিলারের মাধ্যমে জনপ্রতিনিধিদের সহায়তায় উপজেলা পরিষদের সামনে ও সদর ইউনিয়ন পরিষদের সামনে হোল্ডারদের মাঝে পণ্য বিক্রয় করা হবে। সকল টিসিবি কার্ডধারীকে কার্ডসহ নির্ধারিত স্থানে উপস্থিত হতে হবে। হোল্ডার কার্ড ব্যাতিত পণ্য সংগ্রহ করা যাবে না।
উক্ত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার খাদিজা আক্তার, উপজেলা প্রেসক্লাবের সভাপতি বাবুল আক্তার, সাধারণ সম্পাদক আদম আলী, মডেল প্রেসক্লাবের সভাপতি মনিরুল ইসলাম, সাধারণ সম্পাদক নিখিল বর্মন, সাপাহার প্রেসক্লাবের সভাপতি জুলফিকার আলী সম্রাট, সাধারণ সম্পাদক প্রদীপ সাহাসহ স্থানীয় গণমাধ্যমকর্মীগণ।

দৈনিক দেশতথ্য//এল//