Print Date & Time : 4 July 2025 Friday 8:21 pm

সাপাহারে শিশু সদনে ইউএনও’র খাদ্য সামগ্রী প্রদান

সাপাহার(নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর সাপাহারে পবিত্র মাহে রমজান উপলক্ষে শিশুসদন ও হাফেজিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে উপজেলা নির্বাহী অফিসার খাদ্য সামগ্রী প্রদান করেছেন।

শনিবার দুপুরেে উপজেলার উচাডাঙ্গা ফজিলাতুন্নেসা নূরানী কওমি মহিলা হাফেজিয়া মাদ্রাসা,খঞ্জনপুর দিঘীরপাড় শিশুসদন,সৈয়দপুর অলিপুর ডাঙ্গাপাড়া মোহাম্মদিয়া বেসরকারি শিশুসদন হাফিজিয়া মাদ্রাসার এতিম শিশুদের জন্য প্রতিটি শিশুসদনে ১৮ কেজি ভোজ্য তেল ১৮ কেজি মসুর ডাল ৯ কেজি ছোলা ও ৯ কেজি চিনি উপহার হিসেবে তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন।

এসময় সহকারী কমিশনার (ভূমি) শারমিন জাহান লুনা ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

দৈনিক দেশতথ্য//এসএইচ//