Print Date & Time : 13 May 2025 Tuesday 2:02 am

সাপাহারে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

সাপাহার নওগাঁ প্রতিনিধিঃ“মানবতাবোধ জাগ্রত হউক, বিবেকের তাড়নায়” প্রতিপাদ্য শ্লোগানকে সামনে রেখে নওগাঁর সাপাহারে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

বুধবার সকাল ১০টায় এসএসসি ১৯৯৮-এইচএসসি ২০০০ ফ্রেন্ডস নারায়নগঞ্জ গ্রুপের আয়োজন ও সাপাহার রক্তদাতা সংগঠন এর সহযোগীতায় উপজেলা পরিষদ অডিট্যোরিয়ামে অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।

সাপাহার রক্তদাতা সংগঠনের সভাপতি নাসরিন জাহান নিতুর সভাপতিত্বে উক্ত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে মহতি এই উদ্যোগের প্রশংসা করে বক্তব্য প্রদান করেন সাপাহার উপজেলা পলিষদ চেয়ারম্যান শাহজাহান হোসেন মন্ডল, উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন, উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডা. রুহুল আমিন।
এসময় নারায়নগঞ্জ ফ্রেন্ডস গ্রুপের পক্ষ থেকে আফজাল হোসেন ও মোনাছিব ফয়সাল প্রমুখ বক্তব্য প্রদান করেন।

বক্তব্য শেষে প্রধান ও বিশেষ অতিথিদ্বয় উপজেলার অসহায় শীতার্ত মানুষ ও বিভিন্ন হাফেজিয়া মাদ্রাসা এবং এতিমখানার এতিম শিক্ষার্থীদের মাঝে প্রায় ৩হাজার পিস কম্বল বিতরণ করেন।

দৈনিক দেশতথ্য//এসএইচ//