Print Date & Time : 13 September 2025 Saturday 10:04 am

সাপাহারে শেখ কামালের জন্মবার্ষিকী উদযাপন

সাপাহার ( নওগাঁ)  প্রতিনিধিঃ নওগাঁর সাপাহারে স্বাধীনতার মহান স্থপতি জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জ্যেষ্ঠ পুত্র বিশিষ্ট ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠক বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩ তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষে শুক্রবার (৫ আগষ্ট)বেলা ১০ টার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে শহিদ ক্যাপ্টেন শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন  এবং বঙ্গবন্ধু সহ সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়েছে।

পরে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জীবনী নিয়ে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন। 

এসময় উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ, সহকারী কমিশনার (ভূমি) শারমিন জাহান লুনা, কৃষি কর্মকর্তা শাপলা পারভিন, মৎস্য কর্মকর্তা রোজিনা পারভিন, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা গোলাম রাব্বানী, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হাবিবুর রহমান, উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক মাসুদ রেজা সারোয়ার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ওমর আলী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী খাদিজা আক্তার, সমাজসেবক নুরুল হক মাস্টার প্রমুখ উপস্থিত ছিলেন।

আর//দৈনিক দেশতথ্য//৫ আগষ্ট-২০২২