নওগাঁর সাপাহারে বিভিন্ন কর্মসূচী পালনের মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেল এর ৫৯ তম জন্মদিন ও ”শেখ রাসেল দিবস ”পালিত হয়েছে।
মঙ্গলবার সকাল ৯ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড,উপজেলা প্রশাসন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সাপাহার থানা পুলিশ প্রশাসন ও উপজেলা আওয়ামী লীগের পক্ষ হতে শেখ রাসেল’র প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ,বর্ণাঢ্যর্যালি,আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় ভার্চুয়ালী প্রধান অতিথী হিসেবে বক্ত্য প্রদান করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি। উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মনিরুজ্জামান টকির সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার বিনয় কুমার,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহা,রুহুল আমিন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ,ভারপ্রাপ্ত অফিসার্স ইনচার্জ (ওসি তদন্ত) হাবিবুর রহমান,উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শাপলা খাতুন, সাবেক মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার আব্দুল জব্বার, সাপাহার উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাসুদ রেজা সারোয়ার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী খাদিজা আক্তার সহ উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা ও শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন। এবি//দৈনিক দেশতথ্য//অক্টোবর ১৯,২০২২//

Discussion about this post