নওগাঁর সাপাহারে এক কলেজ ছাত্রীর শ্লীলতাহানির চেষ্টা করায় হাবিব(১৯) নামে এক বখাটে যুবকের ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। মোবাইল কোর্ট পরিচালনা করে এদণ্ডাদেশ দেয় বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন।
দণ্ডপ্রাপ্ত হাবিব পত্নীতলা উপজেলার বামইল গ্রামের আবুল কালামের ছেলে বলে জানা গেছে।
রোববার বেলা সাড়ে ১১ টার দিকে সাপাহার সরকারি কলেজের একাদশ শ্রেণীতে পড়ুয়া ওই ছাত্রী কলেজ ক্যাম্পাসের ভিতর দিয়ে ক্লাশ রুমের দিকে যাচ্ছিলো। পথিমধ্যে ওই বখাটে যুবক ছাত্রীর পথ রোধ করে উত্ত্যক্ত ও শ্লীলতাহানির চেষ্টা চালায় ।
এসময় তাকে হাতেনাতে আটক করে মোবাইল কোর্টে হাজির করা হলে অপরাধ স্বীকার করায় তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন মোবাইল কোর্টের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।
এবি//দৈনিক দেশতথ্য//মে ০৯,২০২২//

Discussion about this post