Print Date & Time : 13 September 2025 Saturday 5:20 am

সাপাহারে সাবা আম গার্ডেনের ঘরে অগ্নিসংযোগ

সাপাহার(নওগাঁ)প্রতিনিধিঃ নওগাঁর সাপাহার উপজেলার গোয়ালা মাঠের সাবা আম গার্ডেনের ঘরে আগুন লাগিয়ে পুড়িয়ে দেয়ার অভিযোগ উঠেছে।

সাবা আম গার্ডেনের মালিক আনোয়ার হোসেন পারভেজ জানান, সোমবার বিকেল সাড়ে ৪ টার দিকে বাগানের বিভিন্ন জিনিসপত্রসহ ঘর ও মাচায় আগুন ধরে দেয় কে বা কারা। এ সময় ঘর, মাচা সহ ঘরে থাকা বিভিন্ন জিনিসপত্র পুড়ে সম্পুর্ন ভস্ম হয়ে যায়। আগুনের লেলিহান শিখায় চার পাশের বেশ কিছু আমগাছ পুড়ে যায়। এ ঘটনায় ক্ষতিগ্রস্থ বাগান মালিক ভীষণ মর্মাহত তিনি উল্লেখিত ঘটনার সাথে জড়িত অপরাধীদের সনাক্ত করে শাস্তির জোর দাবি জানান।

দৈনিক দেশতথ্য//এইচ//