Print Date & Time : 3 July 2025 Thursday 9:42 am

সাপাহারে সড়ক দুর্ঘটনায় নিহত ১

সাপাহার(নওগাঁ)প্রতিনিধিঃ নওগাঁর সাপাহারে সড়ক দুর্ঘটনায় তাহিরুল ইসলাম (৪২) নামের এক গরু ব্যবসায়ী নিহত হয়েছে। শনিবার বিকেল ৩টায় সাপাহার-পোরশা রোডের বাসুুলডাঙ্গা নামক মোড়ের অদুরে এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় সুত্রে জানা গেছে চাপাই নবাবগঞ্জ জেলার কানসাট ভবানীপুর গ্রামের মৃত মোজাম্মেল হকের ছেলে তাহিরুল ইসলাম গরু কেনার জন্য ভটভটিতে করে শনিবার সাপাহার হাটে আসছিল। রাস্তায় তার ভটভটিটি উক্ত স্থানে পৌঁছিলে নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশের উল্টে গিয়ে খাদে পড়ে যায়। অন্যান্য যাত্রীরা ভাগ্যক্রমে বেঁচে গেলেও গরু ব্যবসায়ী তাহিরুল ভটভটির নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যায়। সংবাদ পেয়ে তাৎক্ষনিক সাপাহার থানা পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেছেন বলে থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমান জানান।

দৈনিক দেশতথ্য//এল//