Print Date & Time : 21 August 2025 Thursday 11:19 pm

সাপাহারে হোটেল এন্ড রেস্টুরেন্ট শ্রমিক ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত

  নওগাঁ জেলা হোটেল এন্ড রেস্টুরেন্ট শ্রমিক ইউনিয়ন সাপাহার শাখার দ্বি -বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার  সকাল ৯ টা হতে বিকাল ৩ টা পর্যন্ত সংগঠনের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত  নির্বাচনে প্রধান উপদেষ্টা ও প্রধান নির্বাচন কমিশনার হিসাবে সমাজসেবী মোতাহার হোসেন শাহ্ চৌধুরী উপস্থিতি ছিলেন। এতে মোট  ৩১১ জন সদস্যের মধ্যে থেকে ২৪৬ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করে  ১১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করেন।

নির্বাচনে সভাপতি পদে রুবেল হোসেন, সহ সভাপতি পদে তোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক পদে মিজানুর রহমান কাজী, সহ-সাধারণ সম্পাদক পদে সারোয়ার হোসেন, কোষাধাক্ষ সম্পাদক পদে মমিনুল, সাংগঠনিক সম্পাদক পদে উৎপল কুমার, দপ্তর সম্পাদক পদে আফজাল মন্ডল, প্রচার সম্পাদক পদে আব্দুল খালেক, ক্রিড়া সম্পাদক পদে আব্দুস সামাদ, নির্বাহী সদস্য পদে শ্রীমতি প্রতিমা রানী ও শ্রী মন্টু সরকার  জয়লাভ করে।

এ সময় নির্বাচন কমিশনার হিসেবে অবাধ সুষ্ঠু ও শান্তিপুর্ন পরিবেশে নির্বাচন উপহার দেন সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাদেকুল ইসলাম, ইউপি সদস্য মিজানুর রহমান চৌধুরী, জেলা পরিষদ সদস্য ফাইমা বেগম বিশিষ্ট স্বর্ণ ব্যবসায়ী আলহাজ্ব আব্দুল হাকিম,সাংবাদিক  হাফিজুল হক প্রমুখ। এসময় অন্যান্যদের মধ্যে সাপাহার মোটর শ্রমিক ইউনিয়ন সভাপতি  আব্দুর রহমান, খাদ্য গুদাম শ্রমিক ইউনিয়ন সভাপতি ইদ্রিস আলী, সাধারণ সম্পাদক সেতাবুর রহমান, লোড আনলোড শ্রমিক ইউনিয়ন  সভাপতি হারেস আলী উপস্থিত ছিলেন।

এবি//দৈনিক দেশতথ্য//সেপ্টম্বর ০১,২০২২//