Print Date & Time : 12 May 2025 Monday 10:37 am

সাপাহারে ১১ মোটরসাইকেল চালককে জরিমানা

সাপাহার(নওগাঁ)প্রতিনিধিঃ সাপাহারে মোবাইল কোর্ট অভিযানে ১১ জন মোটর সাইকেল চালককে জরিমানা করা হয়েছে।
মোবাইল কোর্ট পরিচালনা করে এ দন্ডাদেশ দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্যাহ আল মামুন।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার ইসলামপুর মোড়ে থানা পুলিশের সহযোগিতায় মোবাইল কোর্টের এ অভিযান পরিচালনা করা হয়।

এসময় সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী ১১ জন মোটর সাইকেল চালককে ড্রাইভিং লাইসেন্স না থাকা এবং হেলমেট না পড়ে গাড়ি চালানোর অপরাধে মোট ৮ হাজার ৫ শত টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে প্রসিকিউটর হিসাবে উপস্থিত ছিলেন সাপাহার থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মানিক

দৈনিক দেশতথ্য//এসএইচ//