Print Date & Time : 2 August 2025 Saturday 12:40 pm

সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মানববন্ধন

সাপাহার(নওগাঁ)প্রতিনিধিঃ সিলেটের জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নওগাঁয় বিক্ষোভ ও মানববন্ধন পালিত হয়েছে।

ইউএইচএফপিও ফোরামের ডাকা দেশব্যাপী প্রতিবাদের অংশ হিসেবে আজ বেলা ১২ টায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও ইউএইচএফপিও ফোরামের কেন্দ্রীয় সহ-সভাপতি ডা: মুহা: রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে হাসপাতালের ডাক্তার ,নার্সসহ সর্বস্তরের কর্মকর্তা ,কর্মচারি অংশগ্রহণ করেন।

এসময় স্বাস্থ্য প্রতিষ্ঠানে হামলাকারীদের সর্বোচ্চ শাস্তি দাবি করা হয়। এছাড়া কর্মস্থলের নিরাপত্তায় সশস্ত্র আনসার বা স্বাস্থ্য পুলিশ চালুর ব্যাপারে সরকারের কাছে জোর দাবি তুলে ধরে বক্তব্য প্রদান করা হয়।

দৈনিক দেশতথ্য//এইচ//