Print Date & Time : 10 May 2025 Saturday 9:52 am

সাপাহার খাদ্য গুদামে সরকারিভাবে বোরো ধান ক্রয় উদ্বোধন

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহার খাদ্য গুদামে সরকারি ভাবে আভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ- ২০২৫ এর শুভ উদ্বোধন করা হয়েছে।

সাপাহার উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার সেলিম আহমেদ সভাপতি হিসেবে উপস্থিত থেকে এই বোরো ধান সংগ্রহের শুভ উদ্বোধন করেন।

গতকাল বিকেল সাড়ে ৫টার দিকে সাপাহার খাদ্য গুদাম চত্বরে চলতি মৌসুমে বোরো ধান সংগ্রহের উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোসা: শাহনাজ পারভীন,গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এল এস ডি মোসা: সুলতানা রাজিয়া উপজেলা বিএনপির নেতা সাবেক পাতাড়ী ইউপি চেয়ারম্যান তরিকুল ইসলাম, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, উপজেলা আম আড়ত সমিতির সাধারণ সম্পাদক ইমাম হোসেন রিফাত,সাপাহার প্রেসক্লাব সভাপতি তসলিম উদ্দিন, সাধারণ সম্পাদক বাবুল আকতার সহ স্থানীয় কৃষক বৃন্দ, গন্যমান্য ব্যক্তিবর্গ সেখানে উপস্থিত ছিলেন।

চলতি মৌসুমে সাপাহার খাদ্যগুদামে সরকারি ভাবে ৩৬টাকা কেজি দরে ৪শ ১৯মে:ট: ধান সংগ্রহ করা হবে বলে ওসি এল এস ডি সুলতানা রাজিয়া জানিয়েছেন।