সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: সাংবাদিক তছলিম উদ্দীনকে সভাপতি ও বাবুল আকতারকে সাধারণ সম্পাদক করে নওগাঁর সাপাহার প্রেসক্লাবের দ্বি-বার্ষিক কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার বিকেল ৪টায় প্রেসক্লাব কার্য্যালয়ে অনুষ্ঠিত এক সাধারণ সভায় এ কমিটি ঘোষনা করা হয়।
প্রেসক্লাবের যুগ্ম আহবায়ক মো: বাবুল আকতার এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রেসক্লাব বিষয়ে বিস্তারিত আলোচনায় সর্বসম্মতিক্রমে আগামী ২০২৫-২৬সালের জন্য দ্বি-বার্ষিক প্রেসক্লাব পরিচালনা পরিষদের জন্য “দৈনিক কালের কন্ঠ সাপাহার, পোরশা প্রতিনিধি সাংবাদিক তছলিম উদ্দীনকে সভাপতি ও দৈনিক যায়যায়দিন পত্রিকার সাপাহার উপজেলা প্রতিনিধি বাবুল আকতারকে সাধারণ সম্পাদক ও সাংবাদিক শরিফ তালুকদারকে সাংগঠনিক সম্পাদক করে ৭সদস্য বিশিষ্ট একটি কার্য নির্বাহী কমিটি গঠন করা হয়। এসময় প্রেসক্লাবের সকল সাংবাদিক ও সদস্যগন সেখানে উপস্থিত ছিলেন।

Discussion about this post