Print Date & Time : 9 September 2025 Tuesday 1:22 am

সাপাহার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ

সাপাহার(নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর সাপাহার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম প্রান্তিক মূল্যায়ন-২০২৫ এর ফলাফল প্রকাশ, বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, মা ও অভিভাবক সমাবেশ এবং মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছে।

শনিবার (৩১ মে) বেলা সাড়ে ১০ টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত দিনব্যাপী এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ওয়াহেদুল্লাহ প্রামানিক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার জহুরুল ইসলাম, সাপাহার উপজেলা বিএনপির সভাপতি আশরাফুল ইসলাম ও হাপানিয়া ফাজিল মাদ্রাসার প্রভাষক খাইরুল ইসলাম।
দিনব্যাপী আয়োজনে শিক্ষার্থীদের ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণের পাশাপাশি মা ও অভিভাবকদের অংশগ্রহণে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এরপর শিক্ষার্থীদের মাঝে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।

বিদ্যালয়ের শিক্ষক মোত্তাকিম আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, শিক্ষার্থীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সাপাহার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিরুল ইসলাম জানান, সন্ধ্যায় শিক্ষার্থী ও স্থানীয় শিল্পীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। যা অভিভাবক ও অতিথিদের মুগ্ধ করবে। এমন আয়োজনে শিক্ষার্থীদের মনোবল ও সৃজনশীলতা যেমন বাড়ে, তেমনি বিদ্যালয়ের সঙ্গে অভিভাবকদের সম্পর্কও আরও দৃঢ় হয়।