সাপাহার(নওগাঁ)প্রতিনিধিঃবাংলাদেশ জামায়াতে ইসলামী সাপাহার সদর ইউনিয়ন শাখর আয়োজনে আলোচনা সভা এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেল ৫টার দিকে সাপাহার সরকারী কলেজ মাঠে অনুষ্ঠিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন সাপাহার সদর ইউনিয় জামায়াতের আমির মাও, মোফাচ্ছেল হোসেন।
উক্ত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রমজানের তৎপর্য ও গুরুত্ব তুলে ধরে বক্তব্য প্রদান করেন নওগাঁ জেলা কর্মপরিষদের সদস্য, জামায়াত মনোনীত নওগাঁ-১আসনের এমপি পদপ্রার্থী সাপাহার আলহেলাল ইসলামী একাডেমী এন্ড কলেজের অধ্যক্ষ মোহা: মাহবুবুল আলম।
অন্যান্যদের মধ্যে সাপাহার উপজেলা জামায়তের আমির মো: আবুল খায়ের তরুণ, সেক্রেটারী মো: মাসুদ রানা প্রমুখ বক্তব্য প্রদান করেন। আলোচনা শেষে ইফতারের পূর্ব মহুর্তে সারা মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন ইউনিয়ন সেক্রেটারী মাও: মো: আব্দুল মতিন।
শেষে সহস্রাধীক ধর্মপ্রাণ রোজাদারের মাঝে ইফতার বিতরণ করা হয়।

Discussion about this post