Print Date & Time : 10 August 2025 Sunday 5:33 am

সাপাহার সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ চারজন কে বিএসএফের পুশইন

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহার সীমান্ত দিয়ে ভারতে বসবাসকারী ৪জন বাংলাদেশী নাগরিককে পুশইন করেছে বিএসএফ।
পুশ ইনের শিকার নাগরিকরা হচ্ছে নড়াইল জেলার উথলি গ্রামের মো: ইমদাদুল হকের স্ত্রী মোছা: হেনা খাতুন (৩৮) এবং একই জেলার চাঁনপুর গ্রামের বালাম শিকদারের স্ত্রী মোছা: রুপালী খাতুন (৩৫) তারই সন্তান মোছা: চাঁদনী (০৮) ও মো: রমজান (২.৫) (আড়াই বছর)।

সাপাহার উপজেলার বামনপাড়া সীমান্তের মেইন পিলার ২৪৬/২ এস হতে আনুমানিক ৮শ” গজ বাংলাদেশের অভ্যন্তরে রসুলপুর গ্রামের জামে মসজিদের নিকট হতে ১৬বিজিবির বামনপাড়া বিওপির টহল দলের সদস্যরা তাদের আটক করে সাপাহার থানায় সোপর্দ করে।
থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আজিজ বলেন বিজিবি প্রাথমিকভাবে একটি সাধারণ ডায়রি করেছে। তবে তাদের ব্যাপারে আইনানুগ ব্যাবস্থা গ্রহনের প্রস্তুতি চলছে বলে তিনি জানিয়েছেন। আটককৃতরা বাংলাদেশী নাগরিক প্রায় ১০বছর যাবত তারা কাজের সন্ধানে ভারতে গিয়ে ভারতে বসবাস করছিল বলে বিজিবি সদস্যরা জানিয়েছেন।