Print Date & Time : 4 July 2025 Friday 3:34 am

সাপাহা‌রে বিশ্ব ভোক্তা অ‌ধিকার দিবস পা‌লিত

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর সাপাহা‌রে বিশ্ব ভোক্তা‌ অ‌ধিকার দিবস উপল‌ক্ষে আ‌লোচনা সভা অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে।

বুধবার (১৫ মার্চ) বেলা ১১ টায় উপ‌জেলা প্রশাস‌নের আ‌য়োজ‌নে উপ‌জেলা প‌রিষদ হলরু‌মে বিশ্ব ভোক্ত অ‌ধিকার দিবস ২০২৩ ইং উপল‌ক্ষে আ‌লোচনা সভা অনু‌ষ্ঠিত হয়।

উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার আব্দুল‌্যাহ আল মামু‌নের সভাপ‌তি‌ত্বে অনু‌ষ্ঠিত আ‌লোচনা সভায় প্রধান অ‌তিথী হি‌সে‌বে ভার্চুয়ালী সংযুক্ত ছি‌লেন নওগাঁ জেলা আওয়ামী লী‌গের সংগ্রামী সাধারন সম্পাদক ও গনপ্রজাতন্ত্রী বাংলা‌দেশ সরকা‌রের খাদ‌্যমন্ত্রী বীর মু‌ক্তি‌যোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এম‌পি।
এ সময় উপ‌জেলা প‌রিষ‌দের চেয়ারম‌্যান আলহাজ্ব শাহ্জাহান হো‌সেন মন্ডল, উপ‌জেলা মৎস অ‌ফিসার রো‌জিনা পার‌ভিন, উপ‌জেলা প্রাথ‌মিক শিক্ষা অ‌ফিসার তৃ‌ষিত কুমার সহ উপ‌জেলার বি‌ভিন্ন দপ্ত‌রের কর্মকর্তা ও কমর্চারী এবং প্রিন্ট ও ই‌লে‌ক্ট্রিক মি‌ডিয়ার সাংবা‌দিকগণ উপ‌স্হিত ছি‌লেন।

দৈনিক দেশতথ্য//এসএইচ//