সংবাদ বিজ্ঞপ্তি ।। স্বাস্থ্যই সম্পদ। স্বাস্থ্য সকল সুখের মূল। সুস্থ দেহ সুস্থ মন, কর্মচাঞ্চল্য সুখী জীবন। সুস্থ জনশক্তিই দেশের জন্য সম্পদ। শারীরিক ও মানসিক স্বাস্থ্য রক্ষায় শুধু চিকিৎসা নয়, স্বাস্থ্য উন্নয়নে প্রয়োজন হেলথ প্রমোশন ফাউন্ডেশন।
মঙ্গলবার (২৬ জুলাই) সকালে কুষ্টিয়ায় সাফ‘র আয়োজনে হেলথ প্রমোশন ফাউন্ডেশনের দাবিতে সকল স্তরের মানষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এনএস রোডে ডা: তোফাজ্জুল হেলথ এন্ড ডায়াগনষ্টিক সেন্টারের সামনে থেকে সাফ‘র নির্বাহী পরিচালক মীর আব্দুর রাজ্জাকের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে স্টিকার ক্যাম্পেইন উদ্বোধন করেন ডা: লিজা-ডা: রতন ম্যাটস এবং ডা: লিজা নাসিং ইনস্টিটিউট এর স্বত্তাধিকারী ডা: আসমা জাহান লিজা।
তিনি বলেন, চৎবাবহঃরড়হ রং নবঃঃবৎ ঃযধহ পঁৎব. প্রতিরোধ নিরাময়ের চেয়ে ভাল। হেলথ প্রমোশন ফাউন্ডেশন গঠনের মাধ্যমে রোগ হওয়ার পর নিরাময় নয়, রোগ প্রতিরোধ ব্যবস্থা শক্তিশালী করতে হবে। খাদ্যাভ্যাসের পরিবর্তন, জীবনাচারের পরিবর্তন, ব্যায়াম. হাঁটাচলা, স্থাস্থ্যকর খাদ্যের নিশ্চয়তা, অস্বাস্থ্যকর খাদ্যের প্রচারণা. বিজ্ঞাপনের কঠোর নিয়ন্ত্রণ, বিশুদ্ধ পানি, নির্মল বাতাস, গাছ, মাটি, বাসস্থান, উম্মুক্ত স্থান, স্যানিটেশন, পরিস্কার-পরিচ্ছন্নতা, গণশৌচাগার, ফুটপাথ, বিনোদন, শব্দদূষণমুক্ত পরিবেশ, উম্মুক্ত স্বচ্ছ জলাশয়, অবসাদমুক্ত জীবন, শরীর চর্চা ও খেলাধূলার সুযোগ বা পরিবেশ সৃষ্টির মাধ্যমে মানুষের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পেলে ব্যক্তির ও রাষ্ট্রের চিকিৎসা ব্যয় অনেক কমে যাবে। সুস্থ কর্মক্ষম মানবসম্পদ ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রের সার্বিক উন্নয়নে ভূমিকা রাখার মাধ্যমে বাংলাদেশকে উন্নত দেশের কাতারে শামিল করবে
আর//দৈনিক দেশতথ্য//২৬ জুলাই-২০২২//

Discussion about this post