আনোয়ার হোসেন : সাফ ওমেন চ্যাম্পিয়নশিপের সেমিতে ভুটানকে বিশাল ব্যবধানে উড়িয়ে দিয়ে ফাইনালে রোববার স্বাগতিক নেপালের মুখোমুখি সাবিনা-আখিঁরা।
এবারের আসরটি ক্রমেই সাবিনাময় হয়ে উঠেছে। সাফের সবগুলো আসরে বাংলাদেশ দলের অধিনায়ক ছিলেন স্ট্রাইকার সাবিনা খাতুনই। এই মুহূর্তে টুর্নামেন্টের সর্বাধিক গোলদাতার আসনটি এখন তারই দখলে।
টুর্নামেন্টের প্রথম সেমি-ফাইনালে ভুটনের বিপক্ষে করেছেন হ্যাটট্রিক। এটি ছিল টুর্নামেন্ট তার দ্বিতীয় হ্যাটট্রিক। এর আগে এ আসরে পাকিস্তানের বিপক্ষেও হ্যাটট্রিক করেন সাবিনা। আন্তর্জাতিক ক্যারিয়ারে তিনি ৩২টি গোল করেছেন এ পযন্ত। রোববার সাবিনার সামনে নিজের গোল সংখ্যা বাড়ানোর পাশাপাশি দেশকে শিরোপার স্বপ্ন উপহার দেয়ার এক সুবর্ন সুযোগ। অবশ্য সে সক্ষমতা আছে এটা ফাইনালিস্ট নেপালও ভালো কওে যানে। এদিকে, সাবিনা ও তার দলের এমন অসাধারণ সফলতার নেপথ্যে রয়েছেন প্রধান কোচ গোলাম রব্বানি ছোটন। নিজের এমন অসাধারণ পারফর্মেন্সের নেপথ্যের কারণ নিয়ে ক্যাপ্টেন বলেন, সব সময় চেষ্টা করি নিজের সেরাটা দিতে। আরও ভালো দেওয়ার চেষ্টা করব ফাইনালে। ছোটন স্যারের (কোচ) সঙ্গে আমাদের পরিকল্পনাটা সব সময়ই দুর্দান্ত হয়। তিনি যেভাবে পরিকল্পনা করেন সেভাবে খেলার চেষ্টা করেছি আমরাও। দেশ ছাড়ার আগে লক্ষ্য ছিলো ফাইনালে খেলা সেটা পুরন হয়েছে। এবার চাই প্রথমবারের মতো শিলোপার স্বাদ। নেপালের দশরথ স্টেডিয়ামে ভুটানের বিপক্ষে ৮-০ গোলে বিশাল জয়ে আমরা আরো উজ্জীবিত ফাইনালে। দেশবাসির দোয়া চাই। সাবিনা আরো বলেন, স্যার (ছোটন) সব সময় আমাদের পাশেই থাকেন বলে আমরা জয়ের মানসিক শক্তি পাই। আসলে তিনিই আমাদের বড় প্রাপ্তি। আমরা জানি পরিশ্রমের ফসল সবাই পায়। আমি নিজের সর্বোচ্চটা সব সময় দিয়ে যাওয়ার চেষ্টা করব।
এদিকে, সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠায় প্রসংশায় ভাসছে মারিয়া-তহুরা-শামসুন্নাহাররা। নারী ফুটবল দলের এ সাফল্যে দলের সকল খেলোয়াড়, কোচ, কর্মকর্তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। তিনি বলেন, আমাদের মেয়েরা টুর্নামেন্টজুড়েই দুর্দান্ত খেলছে। আশা করি, ফাইনালেও আমাদের মেয়েরা ভালো খেলেই চ্যাম্পিয়ন হওয়ার অবিস্মরণীয় গৌরব অর্জন করবে। এবারের আসরে সেরা সাফল্যটি ছিলো টানা ৬ বারের শিরোপাধারী ভারতকে ৩-০ গোলে হারিয়ে চমক দেখায় বাংলাদেশের মেয়েরা। এর আগে মাত্র একবারই বাংলাদেশ ফাইনাল খেলার সুযোগ পেয়ে রানার্স আপ হয়।
আর//দৈনিক দেশতথ্য//১৭ সেপ্টেম্বর-২০২২