জগন্নাথপুরে আ. লীগ নেতা সাবেক ইউপি চেয়ারম্যান সাজ্জাদুর রহমান মারা গেছেন।
তার মৃত্যুতে বিভিন্ন মহলের শোক প্রকাশ করেছেন। উপজেলার ১নং কলকলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান, পাড়ারগাঁও আইডিয়াল স্কুল এন্ড কলেজ ও হাজী রঙ্গুম আলী আটপাড়া টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা, আওয়ামী লীগ নেতা আলহাজ্ব সাজ্জাদুর রহমান বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে আমেরিকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন ইন্নালিল্লাহে ওয়াইন্না ইলাইহে রাজেউন।
এদিকে কলকলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান, আওয়ামী লীগ নেতা আলহাজ্ব সাজ্জাদুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মোঃ নুরুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, উপজেলা আওয়ামী যুবলীগের সাধারন সম্পাদক আবুল হোসেন লালন, জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র সাফরোজ ইসলাম মুন্না, দৈনিক জগন্নাথপুর পত্রিকার সম্পাদক সাংবাদিক ইয়াকুব মিয়া, বাংলাদেশ মানবাধিকার কমিশন জগন্নাথপুর উপজেলার সভাপতি কবির আহমদ হীরা, সাধারন সম্পাদক হাজী সোহেল আহমদ খান টুন প্রমূখ। শোকবার্তায় তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
দৈনিক দেশতথ্য//এইচ//

Discussion about this post