কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফিরোজ আল মামুনের বিরুদ্ধে লাইসেন্সকৃত আগ্নেয় অস্ত্র দেখিয়ে ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা দাবির অভিযোগ উঠেছে। চাঁদা দিতে অস্বীকার করায় ঐ ব্যবসায়ীকে আহত করেছেন বলে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ঐ ব্যবসায়ী।


শুক্রবার (২৮ জানুয়ারি) বিকেলে দৌলতপুর থানায় এ লিখিত অভিযোগ দেন ভুক্তভূগি ঐ ব্যবসায়ী।
অভিযোগ সুত্রে জানা যায়, দৌলতপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের বড়গাংদিয়া বাজারের ফার্মেসী দোকানী রাজিউর রহমানকে দীর্ঘদিন ধরে সাবেক উপজেলা চেয়ারম্যান চাঁদা দাবী করে হুমকি ধামকি দিতো। গত বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) সন্ধায় ফিরোজ আল মামুন তার লোকজন নিয়ে রাজিউরের ফার্মেসীতে যায়। এসময় তিনি ৫ লাখ টাকা চাঁদা দাবী করলে রাজিউর দিতে অপারগতা প্রকাশ করলে ফিরোজ আল মামুন তার লাইসেন্সকৃত আগ্নেও অস্ত্র দেখিয়ে হত্যার হুমকি দেন। পরে দোকানের তালা ছুঁড়ে মারলে রাজিউর আহত হন।
এসময় স্থানীয়রা ছুঁটে আসলে ফিরোজ আল মামুনসহ বাঁকীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।
এ ঘটনায় রাজিউর রহমান ফিরোজ আল মামুনসহ ১৪ জনের নাম উল্লেখ সহ দৌলতপুর থানায় এ অভিযোগ দেন।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম জাবীদ হাসান জানান, ফিরোজ আল মামুন চাঁদা দাবি করেছেন এমন একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Discussion about this post