Print Date & Time : 8 April 2025 Tuesday 5:26 pm

সাবেক উপজেলা চেয়ারম্যান খালেক গ্রেফতার

মেহেরপুর প্রতিনিধ: মেহেরপুরের গাংনী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এমএ খালেককে গ্রেফতার করেছে গাংনী থানা পুলিশ।

৫ আগস্ট তিনি উপজেলা চেয়ারম্যান পদ থেকে অপসারিত হন।

পুলিশ সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে নাশকতা সৃষ্টির অভিযোগ রয়েছে। এ কারণে তাকে গ্রেফতার করে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি মামলার প্রধান আসামি হিসেবে গত ২৪ অক্টোবর র্যাবের হাতে আটক হয়েছিলেন এমএ খালেক। পরে জামিনে মুক্তি পেয়ে তিনি নিজ বাড়িতে অবস্থান করছিলেন।

গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল জানান, বিভিন্ন বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে ঠিক কোন মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।