Print Date & Time : 25 August 2025 Monday 6:13 pm

সাবেক উপজেলা চেয়ারম্যান কামরুল গ্রেপ্তার

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজার ডিবি ও কুলাউড়া থানা পুলিশের যৌথ অভিযানে কুলাউড়া উপজেলার সাবেক চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ.স.ম কামরুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (২৫ এপ্রিল) মধ্যরাতে কামরুল ইসলামকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

মৌলভীবাজার গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ আবু জাফর মোহাম্মদ কবির গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, আ.স.ম কামরুল ইসলাম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রটোকল (১) অফিসার আবু জাফর রাজুর আপন ভাই।