খুলনা ৬ (পাইকগাছা-কয়রা) আসনের বারবার নির্বাচিত সাবেক সংসদ সদস্য মরহুম এ্যাড. শেখ মোঃ নূরুল হক এর সহধর্মিনী ও খুলনা জেলা আওয়ামী লীগের সদস্য আলহাজ্ব শেখ মনিরুল ইসলাম ও জেলা আ’লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আলহাজ্ব শেখ রাসেদুল ইসলাম রাসেল এর আম্মা মিসেস মনোয়ারা হক এর দাফন সম্পন্ন হয়েছে।
শুক্রবার আসরবাদ উপজেলার পুরাইকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে স্বামী মরহুম এড. শেখ মোঃ নুরুল হকের কবরের পাশেই তাকে শায়িত করা হয়।
মরহুমের জানাজায় উপস্থিত ছিলেন, মরহুমের দু’ছেলে আলহাজ্ব শেখ মনিরুল ইসলাম ও আলহাজ্ব শেখ রাসেদুল ইসলাম রাসেল, জেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক এমপি এড. সোহরাব আলী সানা, খুলনা ৬ আসনের বর্তমান সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু, উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু, সাধারন সম্পাদক ও জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান শেখ কামরুল হাসান টিপু, জেলা আ’লীগের সদস্য শেখ আনিছুর রহমান মুক্ত, সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ রশীদুজ্জামান মোড়ল, সাবেক ইউপি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক মলঙ্গী, ইউপি চেয়ারম্যান কওছার আলী জোয়াদ্দার ও শেখ জিয়াদুল ইসলাম জিয়া, পৌর ছাত্রলীগের সাবেক সম্পাদক রায়হান পারভেজ রনিসহ মরহুমার আত্মীয় স্বজন ও উপজেলার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ জানাজায় অংশ গ্রহন করেন।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাত ৮ টার দিকে ঢাকার একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না ল্লিলাহে——–রাজিউন)।
এবি//দৈনিক দেশতথ্য//২২ এপ্রিল,২০২২//

Discussion about this post