ভেড়ামারা প্রতিনিধি : সাবেক তথ্যমন্ত্রী, কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) আসনের সংসদ সদস্য হাসানুল হক ইনু কে বহন করা প্রাইভেট কারটি পুঁতে গেল তারই নির্বাচনী এলাকার প্রধান সড়কে। ঘটনাটি ভেড়ামারা রায়টা সড়কের ফয়জুল্লাহপুর বটতলা বাজার এলাকায়। গতকাল মঙ্গলবার রাতে একটি বিদ্যালয়ের নব-নির্মিত ভবন’র শুভ উদ্বোধন শেষে ব্যাক্তিগত গাড়ি নিয়ে বাড়ি ফেরার পথে গাড়িটি পুঁতে যায়। এঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
ভেড়ামারা এবং মিরপুর উপজেলা নিয়ে গঠিত কুষ্টিয়া-২। এ আসন থেকে পরপর ৩বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ সভাপতি হাসানুল হক ইনু। ছিলেন আওয়ামী সরকারের দাপুটে তথ্যমন্ত্রী। তাঁর বাড়ি যাওয়ার একমাত্র প্রধান সড়ক ভেড়ামারা গোলাপনগর-রায়টা-জুনিয়াদহ সড়ক। সড়কটি দীর্ঘ বছর ছিল অবহেলিত। হাজারো খানা খন্দকে ভরা। ১৯ কিলোমিটার রাস্তা-ই ছিল চলাচলের অনুপযোগী। ঝুঁকি নিয়ে চলাচল করতো ৩ ইউনিয়নের হাজার হাজার মানুষ। গত বছর ২০ কোটি ৪১ লক্ষ টাকা ব্যায়ে সড়কের উন্নয়ন কাজ উদ্বোধন করেন সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। ১৯ কিলোমিটার রাস্তার মাত্র কাজ শেষ হয়েছে ৯ কিলোমিটার। কবে কাজ শেষ হবে জানেন না এলাকাবাসী। রাস্তার কারনে এখনো দূর্ভোগের শেষ নাই সাধারন মানুষের।
গত অগাষ্ট মাসে নি¤œমানের কাজের অভিযোগে ভেড়ামারা উপজেলা প্রকৌশলী রকিব হোসেন রাস্তার কাজ বন্ধ করে দেন। পরে রাস্তার উন্নয়ন কাজ শুরু হলেও কাজ চলছে ধীর গতিতে। ফয়জুল্লাহপুর রায়টা এলাকা থেকে জুনিয়াদহ পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার রাস্তা খুবই জরার্জীন। পায়ে হেঁটেও চলা মুসকিল। সামান্য বৃষ্টিতেই চলাচলের অনুপযোগী হয়ে পড়ে সড়কটি। গত মঙ্গলবার বিকালে রায়টা মাধ্যমিক বিদ্যালয়ের নব নির্মিত ভবনের শুভ উদ্বোধনের এক বর্ণাঢ্য আয়োজনে যোগ দেন হাসানুল হক ইনু। অনুষ্ঠান শেষে গোলাপনগরস্থ বসতবাড়িতে ফেরার পথে তাকে বহন করা ব্যাক্তিগত প্রাইভেট কারটি ফয়জুল্লাহপুর বটতলা বাজার এলাকায় পৌছালে পুঁতে যায় প্রধান সড়কে। এ সময় আটকে যায় তাঁর সফরে থাকা গাড়ি বহর টিও। স্থানীয়রা দ্রুতটি রাস্তাটি সংস্কার কওে চলাচলের উপযোগী করার দাবী জানিয়েছে।