Print Date & Time : 7 July 2025 Monday 4:24 am

সাভারে ২য় দিনের অবরোধের বাসে অগ্নিসংযোগ

সাভার সংবাদদাতা: সাভারে  দূরপাল্লার  একটি বাসে  অগ্নিসংযোগ করেছে একদল দুর্বৃত্ত। ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এঘটনায় দুইজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বুধবার ভোর ৬টার দিকে হেমায়েতপুরের বলিয়ারপুর এলাকায় এই ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন- আব্দুল আলীম ও সোহেল। তাদের জিজ্ঞাসাবাদ চলছে বলে জানিয়েছে সাভার থানা পুলিশ। 

সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার নুরুল ইসলাম জানান, ভোরে বাসে অগ্নিসংযোগের খবর জানায় স্থানীয়রা। পরে দ্রুত আমাদের তিনটি ফায়ার ইউনিট নিয়ে ঘটনাস্থলে পৌছে প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনি। ততক্ষণে পুরো বাসটি আগুনে ক্ষতিগ্রস্ত হয়। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। পার্কিংয়ে থাকা অবস্থায় হঠাৎ ১০-১৫ জন দুর্বৃত্ত এসে বাসটিতে   আগুন ধরিয়ে দ্রুত পালিয়ে যায় বলে জানিয়েছে  প্রত্যক্ষদর্শীরা।

সাভার মডেল থানা পুলিশের পরিদর্শক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, আমরা স্পট থেকে দুইজনকে আটক করেছি। গাড়িতে অগ্নিসংযোগ করে পালিয়ে যাওয়ার সময় তাদের আটক করা হয়।