Print Date & Time : 23 April 2025 Wednesday 9:04 pm

সামাজিক ফা- ফুলবাড়ী এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

দিনাজপুরের ফুলবাড়ীর এসএসসি ২০০৩ সালের শিক্ষার্থী বন্ধুদের মানবিক সংগঠন সামাজিক ফা- ফুলবাড়ী এর দ্বিতীয় বর্ষপূতি ও তৃতীয় বর্ষে পদার্পণ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালন করা হয়েছে।
গতকাল শুক্রবার (১ সেপ্টেম্বর) সকাল ১০ টায় স্থানীয় সুজাপুর মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সভাকক্ষে সামাজিক ফা- ফুলবাড়ী এর সদস্য শামীমা শিমুর সঞ্চালনায় আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সুজাপুর মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক অবিনাশ চন্দ্র রায়, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, একই বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী আব্দুল কুদ্দুস আকন্দ, একই বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক সঞ্জয় কুমার চক্রবর্ত্তী, ফুলবাড়ী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌস আলী বাবুল ও চাঁদপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল আলম। এতে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সদস্য রুবেল হোসেন।

এছাড়াও বক্তব্য রাখেন, সামাজিক ফা- ফুলবাড়ী সংগঠনের সদস্য ডা. নাজমুল হোসেন শাহ, হুমায়ন কবির, প্রভাষক জয়ন্ত চৌধুরী, শিমুল শিমু, সজল আহম্মেদ, আল মুক্তাদির রনি প্রমুখ।

শেষে আনুষ্ঠানিকভাবে এক শারীরিক প্রতিবন্ধীর মাঝে সহায়তা উপকরণ হিসেবে হুইলচেয়ার ও অসহায়দের মাঝে শিক্ষা ও চিকিৎসা বাবদ আর্থিক সহায়তা প্রদান করা হয়।

দৈনিক দেশতথ্য//এইচ/