আজ শুক্রবার হতে সারাদেশে এক হাজার ১৫১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ অনুষ্ঠানেরলক্ষ্যে শান্তি-শৃঙ্খলা রক্ষায় রাজধানীসহ সারাদেশে ১ হাজার ১৫১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হচ্ছে।
স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তার নিমিত্তে
In Aid to the Civil Power এর আওতায় আজ শুক্রবার ২৯ ডিসেম্বর হতে
আগামী ১০ জানুয়ারি পর্যন্ত ঢাকাসহ সারাদেশের নির্বাচনী এলাকায় শান্তি-শৃংখলা রক্ষার্থে বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে। ৬৪ জেলায় নির্বাচনী কাজে পঞ্চগড়- ১৩ প্লাটুন, ঠাকুরগাঁও-১৫ প্লাটুন, দিনাজপুর-৩৩ প্লাটুন, নীলফামারী-১৪ প্লাটুন, লালমনিরহাট-১৬
প্লাটুন, রংপুর-২৪ প্লাটুন, কুড়িগ্রাম-২০ প্লাটুন, গাইবান্ধা-২৩ প্লাটুন, জয়পুরহাট-১২ প্লাটুন, বগুড়া-২৬ প্লাটুন, চাঁপাইনবাবগঞ্জ-১৫ প্লাটুন, নওগাঁ-১৭ প্লাটুন, রাজশাহী-১৮ প্লাটুন, নাটোর- ১৪ প্লাটুন, সিরাজগঞ্জ-১৩ প্লাটুন, পাবনা-১৪ প্লাটুন, মেহেরপুর-৪ প্লাটুন, কুষ্টিয়া-১১ প্লাটুন,
চুয়াডাঙ্গা-৬ প্লাটুন,ঝিনাইদহ-৯ প্লাটুন, যশোর-১৬ প্লাটুন, মাগুরা-৫ প্লাটুন, নড়াইল-৪ প্লাটুন, বাগেরহাট-৯ প্লাটুন, খুলনা-২২ প্লাটুন, সাতক্ষীরা-১৪ প্লাটুন, বরগুনা-৭ প্লাটুন, পটুয়াখালী-১০ প্লাটুন, ভোলা-৮ প্লাটুন, বরিশাল-১৭ প্লাটুন, ঝালকাঠি-৫ প্লাটুন, পিরোজপুর-৯ প্লাটুন, টাংগাইল-১৪ প্লাটুন, জামালপুর-৯ প্লাটুন, শেরপুর-৫ প্লাটুন, ময়মনসিংহ-২১
প্লাটুন, নেত্রকোনা-১২ প্লাটুন, কিশোরগঞ্জ-১৪ প্লাটুন, মানিকগঞ্জ-৯ প্লাটুন, মুন্সীগঞ্জ-১০ প্লাটুন, ঢাকা-৫৭ প্লাটুন, গাজীপুর-১৩ প্লাটুন, নরসিংদী-১১ প্লাটুন, নারায়ণগঞ্জ-১৬ প্লাটুন, রাজবাড়ী-৫ প্লাটুন, ফরিদপুর-১৩ প্লাটুন, গোপালগঞ্জ-৬ প্লাটুন, মাদারীপুর-৬ প্লাটুন, শরীয়তপুর-৬ প্লাটুন, সুনামগঞ্জ -১৯ প্লাটুন, সিলেট-২৯ প্লাটুন, মৌলভীবাজার-২৩ প্লাটুন, হবিগঞ্জ-১৮ প্লাটুন, ব্রাহ্মণবাড়িয়া-২২ প্লাটুন, কুমিল্লা-৩৩ প্লাটুন, চাঁদপুর-১৩ প্লাটুন, ফেনী-১১ প্লাটুন, নোয়াখালী-১৬ প্লাটুন, লক্ষীপুর-১০ প্লাটুন, চট্টগ্রাম-৯৬ প্লাটুন, কক্সবাজার-৬২ প্লাটুন, খাগড়াছড়ি-৩৪ প্লাটুন, রাঙ্গামাটি-৪৫ প্লাটুন ও বান্দরবান-৫০ প্লাটুন। বিজিবির গণসংযোগ কর্মকর্তা মোঃ শরীফুল ইসলাম (পিবিজিএমএস) প্রেস বিজ্ঞপ্তি দিয়ে নিশ্চিত করেতেন।

Discussion about this post