Print Date & Time : 7 August 2025 Thursday 4:07 am

সারিঘাটে বালু উত্তোলন নিয়ে সংঘর্ষ, আহত ৩

সিলেট অফিসঃ
সিলেটের জৈন্তাপুর উপজেলায় সারিঘাট এলাকায় সারি নদী থেকে বালু উত্তোলনকে কেন্দ্র করে সংঘর্ষে তিনজন গুরুতর আহত হয়েছেন।

আহতরা হলেন- উপজেলার উত্তর কামরাঙ্গিখেল গ্রামের ফুরকান আলির ছেলে আব্দুল মালিক (৫০), উত্তর বাউরভাগ গ্রামের মুছা মিয়ার ছেলে শাহীন (৫০) ও দক্ষিণ কামরাঙ্গিখেল গ্রামের মৃত সুরুজ আলির ছেলে সেলিম (৩৫)। তারা সবাই বারকি শ্রমিক।

সোমবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার সারিঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে আফিফা নগর চা বাগান সংলগ্ন সারী নদীর পাড় থেকে বালু উত্তোলন করতে যায় ৩০/৪০ টি নৌকা। এসময় নৌকায় কাজ করতে থাকা শতাধিক বালু শ্রমিককে কাজ করতে বাঁধা প্রদান করে স্হানীয় উত্তর কালিন্জিবাড়ী এলাকার সিরাজউদ্দীনের ছেলে বাবুল (৬০)। বালু উত্তোলনের এলাকা নিজেদের দাবি করে কথা-কাটাকাটির এক পর্যায়ে তারা এ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

আহতদেরকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

জৈন্তাপুর মডেল থানার ওসি তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, সংঘর্ষের ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রূত ঘটনাস্থলে ছুটে যায়। আহতদের সিওমেক হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

দৈনিক দেশতথ্য//এইচ//