সম্প্রতি সুটিং শেষ হলো সালমান সুমন অভিনীত একক নাটক ময়লাওয়ালা’র। তাজরানি মাল্টিমিডিয়া প্রযোজিত রোমান্টিক তবে বাস্তব ঘরানার এই নাটকটির নির্বাহী প্রযোজক সালমান সুমন ।
এ নাটকে নায়িকা পরী’র চরিত্রে অভিনয় করেছেন শ্রাবন্তী শেলিনা । মূল চরিত্র ‘রঘু’এর নাম ভূমিকায় অভিনয় করেছে সালমান সুমন সেইসাথে একটি মজার চরিত্রে অভিনয় করেছে জনপ্রিয় অভিনেতা সিয়াম নাসির।
নাটকটির বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করেছেন কাজী উজ্জ্বল, অজান্তা ইসলাম , ইমরান হাসো, বৃষ্টি সিনহা,জামাল , রোহান, অনিতা উকিল, তুহিন,মিম প্রমুখ।
ময়লাওয়ালা নাটকের গল্পে দেখানো হয়েছে রোজ সকালে রাস্তা ঝাড়ু দেয় পরী, আর রঘু বাসায় বাসায় গিয়ে ময়লা সংগ্রহ করে । এভাবেই দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয় । এছাড়াও পরী একটা বাসায় কাজ করে । সেই বাসায় কিছু গহনা খোয়া গেলে পরীকে সন্দেহ করা হয় । পরীকে বাঁচাতে চুরি না করেও চোরের দোষ ঘারে নেয় রঘু। সমাজের বিচ্ছিন্ন তবে ইমোশনাল এইরকম কাহিনীর মধ্যে দিয়েই এগিয়ে চলে নাটক।
এ প্রসঙ্গে প্রযোজক ও অভিনেতা সালমান সুমন বলেন, ‘ফিকশনটির গল্প অত্যন্ত মজার ও বাস্তবতা নির্ভর। যে কারনে কাজটি করে বেশ মজা পেয়েছি। আশা করা যায় নাটকটি জনপ্রিয় হবে। আমরা শিল্পী’রা সবসময় চেষ্টা করি ভালো কোনো অডিও ভিজুয়্যাল কাজে অংশগ্রহণ করতে। এই ফিকশনটি আমার সেই আশাকে পূরণ করেছে।’
অভিনেতা সিয়াম নাসির বলেন, ‘এই ফিকশনটির ক্যামেরার কাজ ছিলো অসাধারণ। ইউনিটটিও ছিলো দারুণ গোছানো। আমার এই টীমের সাথে কাজ করে ভালো লেগেছে। আশা করা যায় এই টীম ভবিষ্যতে আরো ভালো ভালো কাজ উপহার দিবে।’
নির্মাতা কামরুজ্জামান পুতুল নির্মিত এই ভিন্ন ধাচের নাটকটি প্রচারিত হবে একুশে টেলিভিশনে।
জা// দৈনিক দেশতথ্য// 3 নভেম্বর, ২০২২//

Discussion about this post