গৌরাঙ্গ লাল দাস,কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি :
প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উপলক্ষে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় সাড়ে ৪শত শিক্ষার্থীকে দুধ ও ডিম খাওয়ানো হয়েছে।
আজ সোমবার গোপালগঞ্জ জেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে দুধ ও ডিম খাওয়ানো উৎসবের মধ্য দিয়ে কোটালীপাড়া উপজেলার কান্দি ইউনিয়নের পশ্চিম কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কান্দি মাধ্যমিক বিদ্যালয়ের সাড়ে ৪শত শিক্ষার্থীকে এ ডিম ও দুধ খাওয়ানো হয়।
গোপালগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আজহারুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুটি বিদ্যালয়ের সাড়ে ৪শত শিক্ষার্থীর হাতে ১প্যাকেট দুধ ও ১টি করে ডিম তুলে দেন।
কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত দুধ ও ডিম খাওয়ানো উৎসবের আলোচনা সভায় জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. গোবিন্দ চন্দ্র সরকার, কোটালীপাড়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা পুস্পেন কুমার সিকদার, উপজেলা শিক্ষা অফিসার আমজাদ হোসেন, কান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তুষার মধু, পশ্চিম কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনিল চন্দ্র রায় বক্তব্য রাখেন।
কোটালীপাড়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা পুস্পেন কুমার সিকদার বলেন, দুধ ও ডিম শিশুদের মেধা গঠন ও শারিরীক ভাবে বেড়ে ওঠায় সহযোগিতা করে। সে জন্য শিশুদের দুধ ও ডিম খাওয়ানোর অভ্যাস গড়ে তোলার লক্ষে আমরা এ দুধ ও ডিম উৎসবের আয়োজন করেছি।
দৈনিক দেশতথ্য//এসএইচ//