টাঙ্গাইলের ধনবাড়ীর সাকিনা মেমোরিয়াল গার্লস হাই স্কুলে যথাযথ মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।
উপজেলা পরিষদ চত্বরের শহীদদের জন্য
শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়।
আজ বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) শহীদ বুদ্ধিজীবী দিবস। ১৯৭১ সালের আজকের এই দিনে পাকিস্তানি দখলদার, হানাদার বাহিনী ও তাদের দোসর রাজাকার আল-বদর, আল-শামসরা বাংলার শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করে। তাদের স্মরণে বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) দিনব্যাপী যথাযোগ্য মর্যাদায় সারাদেশের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের মতো টাঙ্গাইলের ধনবাড়ীতেও সাকিনা মেমোরিয়াল গার্লস হাই স্কুলে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে নানা কর্মসূচি পালন করেন ।
এরই ধারাবাহিকতায় সকাল ৯টায় ধনবাড়ী উপজেলা পরিষদ চত্বরের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসটি পালনে কার্যক্রম শুরু করে বিদ্যালয়টি।
পুষ্পস্তবক অর্পণের পর বিদ্যালয়ের শেখ রাসেল ডিজিটাল ল্যাব এ আলোচনা সভা অনুষ্ঠিত হয় । আলোচনা সভায় উপস্থিত ছিলেন , প্রধান শিক্ষক ,সহকারি প্রধান শিক্ষক, সহকারি শিক্ষক ,শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ।
উক্ত আলোচনা সভায় প্রধান শিক্ষক মো.মাহবুবুর রহমান খান খসরু শিক্ষার্থীদের উদ্যেশ্যে বলেন , আলবদর ও রাজাকাররা এ দেশকে মেধাশূন্য করতে ১৪ ডিসেম্বর বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছিল। কিন্তু তাতে তারা সফল হয়নি। আজ এগিয়ে যাচ্ছে দেশ। নতুন প্রজন্মকে রক্ষা করতে আমাদের যে সামাজিক দায়বদ্ধতা আছে, তা পালন করতে হবে। তোমাদেরকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে আমাদের । তিনি শিক্ষকদের আরো আন্তরিকতার সাথে পাঠদান ও তাদের কে নিজের ছেলে মেয়ের মত করে লেখাপড়া করাতে অনুরোধ জানান ।
আলোচনা শেষে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে দোয়া ও শিক্ষার্থীদের চিত্রাঙ্কন ,কবিতা এবং শহীদ বুদ্ধিজীবী নিয়ে রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয় ।
খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ১৪ ডিসেম্বর ২০২৩

Discussion about this post