তিনটি চোরাইকৃত সিএনজি উদ্ধার
হাটহাজারীতে সিএনজি চোর চক্রের মুলহোতাসহ সাত চোরকে আটক করেছে মডেল থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে তিনটি চোরাই সিএনজি চালিত অটোরিকশা উদ্ধার করা হয়।
শুক্রবার (২৩ ডিসেম্বর) রাতে হাটহাজারী মডেল থানা কর্তৃপক্ষ আটকের সত্যতা নিশ্চিত করেন। এর আগে গত বুধবার থেকে শুক্রবার পর্যন্ত টানা তিনদিন বিশেষ অভিযান চালিয়ে চট্টগ্রামের বিভিন্ন স্থান থেকে তাদের আটক করে পুলিশ।
আটককৃতরা হলো রাউজান উপজেলার গহিরা ইউনিয়নের ৮নং ওয়ার্ডস্থ ধলই নগর পুতুল মিস্ত্রি বাড়ীর মো.মনসুরের পুত্র মো.সুমন(২৭), হাটহাজারী উপজেলার গড়দুয়ারা ইউনিয়ন ৮ নং ওয়ার্ডের কামাল হোসেনের পুত্র মো.রিয়াদ (২২), দেলোয়ার হোসেন (২৬), চট্টগ্রাম জেলার বাঁশখালী থানার বাহারছড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের গুরু মাতবর বাড়ীর মোহাম্মদ আলীর পুত্র দেলোয়ার হোসেন(২৬), চট্টগ্রাম জেলার লোহাগাড়া থানার কলাউজান হিন্দুরহাট মরিচ্যা পাড়ার জেসমিন বাপের বাড়ীর বদিউল আলমের পুত্র আবু তালেব(৩১), যার বর্তমান নিবাস চট্টগ্রামের বায়েজিদ থানার নয়ারহাট ডাক্তার কলোনীতে একই থানার রৌফবাদ রেল লাইনের পাশের রুহুল আমিনের বাড়ীর মৃত রুহুল আমিনের পুত্র আলমগীর হোসেন(৩৫), ভোলার বোরহান উদ্দিনের টগবি ইউনিয়নের ৮নং ওয়ার্ডস্থ মুলাই পত্তন এবি ছিদ্দিক হাওলাদার বাড়ীর মো.ফারুকের পুত্র মো.রাসেল খাঁন(২৯), বর্তমানে তার নিবাস বায়েজিদ থানার নয়ারহাট মাহবুবের সিএনজি পার্কি, চট্টগ্রামের বাঁশখালী থানার কালিপুর ইউনিয়নের পম্চিম কোকদন্ডি আশকর আলী মজুমদার বাড়ীর জাফর আহমদের পুত্র মো.আনিছ(২৬)।
হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.রুহুল আমিন সবুজ বলেন, এসআই(নিঃ) মো.রফিকুল ইসলাম(০১) ও এসআই (নিঃ) নুর এ হাবিব ফয়সাল সঙ্গীয় ফোর্স নিয়ে বিশেষ অভিযান চালিয়ে চট্টগ্রাম শহরের বিভিন্নস্থান ও চট্টগ্রাম জেলার বাঁশখাতে একটি অভিযান করে। ওই অভিযানে আঞ্চলিক সিএনজি / মোটরসাইকেল চোর চক্রের উল্লেখিতদের আটক করা হয়। পরে আটক আসামীদের কাছ থেকে সিএনজি অটোরিক্স গুলো উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে ৪৫৭/৩৮০ ধারায় মামলা করা হয়। যার নাম্বার নং-২৩, তাং-২১/১২/২২ইং।
চলতি বছরের ১৮ ডিসেম্বর রবিবার রাতে উপজেলার ১নং ফরহাদাবাদ ইউনিয়নের চাঁনগাজী তালুকদার বাড়ীর মো.হোসেন মানিকের ঘর থেকে একটি সিএনজি চুরি হয়। এবিষয়ে হাটহাজারী মডেল থানায় একটি মামলা হয়। পুলিশ ওই চুরির ঘটনায় জড়িতদের আটকে অভিযানে নেমে চোরদের আটক করতে সক্ষম হয়।
এবি//দৈনিক দেশতথ্য//ডিসেম্বর,২৪,২০২২//

Discussion about this post