কুষ্টিয়া সিটি কলেজের শরীরচর্চা শিক্ষক মোঃ নাসির উদ্দীনের অবসরজনিত বিদায় সংবর্ধনা গতকাল শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত হয়। কলেজের অধ্যক্ষ মোঃ আন্তাজ উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের গভর্নিং বডির সভাপতি বিশিষ্ট রাজনীতিক মো: মতিয়ার রহমান মজনু।
অনুষ্ঠানে স্মৃতিচারণ করেন সহকারী অধ্যাপক মোঃ হাসাবুল ইসলাম, সহকারী অধ্যাপক মোঃ ওবাইদুর রহমান, সহকারী অধ্যাপক মোহিত কুমার বিশ্বাস, জৈষ্ঠ প্রভাষক নার্গীস পারভীন, জৈষ্ঠ প্রভাষক মোহাঃ রুহুল আমীন প্রমুখ। কুরআন তেলাওয়াত করেন জৈষ্ঠ প্রভাষক মোঃ রহিদুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জৈষ্ঠ প্রভাষক মোঃ আসাদুল হক।
বক্তারা বিদায়ী শরীরচর্চা শিক্ষক মোঃ নাসির উদ্দীনের কর্মময় স্মৃতিচারণ করে তার এবং তার পরিবারের আমেরিকায় প্রবাসী জীবনের সার্বিক কল্যাণ কামনা করেন।
খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ১১ মে ২০২৩