কুষ্টিয়া সিটি কলেজ ২০২২ সালে এইচএসসি পরীক্ষায় জিপিএ – ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের গতকাল সংবর্ধনা দিয়েছে।
কলেজের অধ্যক্ষ মোঃ আন্তাজ উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া সিটি কলেজের গভর্নিং বডির সভাপতি বিশিষ্ট রাজনীতিক আলহাজ্ব মোঃ মতিয়ার রহমান মজনু। স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র লেকচারার মোঃ আসাদুল হক।
বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক মোঃ ওবাইদুর রহমান, সহকারী অধ্যাপক মোঃ হাসাবুল ইসলাম, সহকারী অধ্যাপক মোহিত কুমার বিশ্বাস, সহকারী অধ্যাপক আঞ্জুমান আরা বেগম, সিনিয়র লেকচারার ড. আরজুমান্দ আরা বেগম, সিনিয়র লেকচারার ড. শরীফা সুলতানা হাসানাত, সিনিয়র লেকচারার সারথী রানী ঘোষ, সিনিয়র লেকচারার মাহফুজা আক্তার, সিনিয়র লেকচারার মোঃ মিজানুর রহমান, সিনিয়র লেকচারার মোঃ আনোয়ারুজ্জান, সিনিয়র লেকচারার শাহজাহান সিরাজ, লেকচারার আব্দুল গনি, লেকচারার রুবাইয়া খাতুন, প্রদর্শক আলেয়া ফেরদৌস প্রমুখ।
২০২২ সালে এইচএসসি পরীক্ষায় জিপিএ – ৫ প্রাপ্ত উপস্থিত বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তাসমিয়া তাবাচ্ছুম জিসমী, জারীন তাসনীম, মানবিক বিভাগের শিক্ষার্থী প্রত্যাশা বিশ্বাস, মোঃ আল ইমরান বাধন এবং ব্যবসায় শিক্ষা বিভাগের মুসাব্বির তুর্য ও মুসাব্বীর আহমেদকে কলেজের পক্ষ থেকে ক্রেস্ট প্রধান অতিথি আলহাজ্ব মোঃ মতিয়ার রহমান মজনু ও অধ্যক্ষ মোঃ আন্তাজ উদ্দীন।
খালিদ সাইফুল,দৈনিক দেশতথ্য ,২১ মার্চ ২০২৩