Print Date & Time : 11 September 2025 Thursday 12:28 am

সিটি কলেজে শিক্ষার মান উন্নয়ন বিষয়ক আলোচনা সভা

কুষ্টিয়া সিটি কলেজে গতকাল সোমবার শিক্ষার মান উন্নয়ন বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কলেজের অধ্যক্ষ মোঃ আন্তাজ উদ্দীন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন সহকারী অধ্যাপক মোঃ হাসাবুল ইসলাম।

কুরআন তেলাওয়াত করেন জৈষ্ঠ প্রভাষক মোঃ রহিদুল ইসলাম। সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশিত হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শিক্ষা উন্নয়ন কমিটির আহবায়ক জৈষ্ঠ প্রভাষক মোঃ আসাদুল হক। পরীক্ষা কমিটির আহবায়ক সহকারী অধ্যাপক মোহিত কুমার বিশ্বাস আনুষ্ঠানিকভাবে অর্ধবার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা করেন। বক্তব্য রাখেন বিদায় অনুষ্ঠান কমিটির আহবায়ক সহকারী অধ্যাপক মোঃ ওবাইদুর রহমান। অনুষ্ঠানে একাদশ শ্রেণির শিক্ষার্থী মোঃ আশরাফুল ইসলামকে ১ম, সানজিদা খাতুন সিথীকে ২য় এবং মোঃ আল-ইমরানকে ৩য় পুরস্কার দেয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক মোঃ আনোয়ার হোসেন সিদ্দিকী, সহকারী অধ্যাপক আঞ্জুমান আরা বেগম, সিনিয়র লেকচারার ড. শরীফা সুলতানা হাসানাত, সিনিয়র লেকচারার সারথী রানী ঘোষ, সিনিয়র লেকচারার নার্গীস পারভীন, সিনিয়র লেকচারার মোহাঃ রুহুল আমীন প্রমুখ, সিনিয়র লেকচারার মাহফুজা আক্তার, সিনিয়র লেকচারার মোঃ মিজানুর রহমান, সিনিয়র লেকচারার শাহজাহান সিরাজ, লেকচারার আব্দুল গনি, লেকচারার রুবাইয়া খাতুন, মোঃ মাহবুবুর রহমান প্রমুখ।

এবি//দৈনিক দেশতথ্য বাংলা//জুলাই ১৭,২০২৩//