: শেখ রাসেল দিবস উপলক্ষে গতকাল কুষ্টিয়া সিটি কলেজে আলোচনা সভা, দোয়া মাহফিল ও বৃক্ষরোপণ করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ মোঃ আন্তাজ উদ্দীন।
বক্তব্য রাখেন সহকারী অধ্যাপকবৃন্দ মোঃ হাসাবুল ইসলাম, মোঃ ওবাইদুর রহমান, মোহিত কুমার বিশ্বাস, আনজুমান আরা বেগম, সিনিয়র লেকচারারবৃন্দ নার্গীস পারভিন, মোঃ আশাদুল হক, ড. আরজুমান্দ আরা, ড. শরীফা সুলতানা হাসানাত, মাহফুজা আক্তার, মোঃ রুহুল আমীন, কোহিনুর আক্তার, লেকচারারবৃন্দ রুবাইয়া আক্তার, মোঃ মাহবুবুর রহমান প্রমুখ।
আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে শেখ রাসেলসহ বঙ্গবন্ধুর পরিবারের সদস্যদের জন্য দোয়া এবং কলেজের একাদশ শ্রেণির মানবিক বিভাগের ছাত্রী মোছাঃ রুশনা খাতুন ও যুথি খাতুন গত সোমবার কলেজ থেকে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মর্মান্তিকভাবে নিহত হওয়ায় তাদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন সহকারী অধ্যাপক মোঃ আনোয়ার হোসেন সিদ্দিকী। পরে কলেজ চত্বরে বৃক্ষরোপণ করা হয়।
এবি//দৈনিক দেশতথ্য//অক্টোবর ১৯,২০২২//