ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে টানা বৃষ্টিপাতে ডিএনডি’র ভেতর জলাবদ্ধতায় বিপর্যয়ের সৃষ্টি হয়েছে। নিঁচু এলাকায় হাঁটু ও কোমর সমান পানিতে তলিয়ে গেছে। বাড়িঘরে পানি ঢুকে পরেছে। ডুবে গেছে রাস্তাঘাট। বৃষ্টির পানির সাথে শিল্প-কারখানার বিষাক্ত বর্জ্য ও কেমিক্যালযুক্ত পানি ও ড্রেনের পানি মিশে একাকার। ময়লা, নোংরা ও দুর্গন্ধযুক্ত পানি মাড়িয়ে চলছে সাধারণ মানুষ।
সোমবারের বৃষ্টির পানিতে ডেমরার নিচু এলাকা, ফতুল্লার সস্তাপুর, ইসদাইর, ভূঁইগড়, দেলপাড়া, আদর্শনগর, হাজিগঞ্জ, কুতুবপুর সিদ্ধিরগঞ্জে নাসিকের ১, ২, ৩, ৭, ৮, ৯, ১৩নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। গতকাল বুধবার পর্যন্ত পানিতে ডুবে আছে এসব এলাকার নিচু স্থান।
এই বিষয়ে ডিএনডি প্রকল্প কর্মকর্তারা জানান, জলাবদ্ধতার ভোগান্তি থেকে রক্ষার জন্য ডিএনডি বাঁধের ভিতরে ৭টি পাম্প ও ড্রেন পরিষ্কারের জন্য ভেকু দিয়ে দিনরাত কাজ করছে সেনা সদস্যরা।
২০১৭ সালে ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) প্রকল্পের কাজ শুরু করে সেনাবাহিনীর ২৪ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্রিগেডের অধীন ১৯ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্যাটালিয়ন। ২০১৬ সালে একনেকের সভায় ডিএনডি প্রকল্পের জন্য ৫৫৮ কোটি টাকা অনুমোদন হয়। পরবর্তীতে বরাদ্দ বাড়িয়ে ১৩০০ কোটি টাকার অনুমোদন দেওয়া হয়।
জা//দৈনিক দেশতথ্য// ২৬ অক্টোবর, ২০২২//

Discussion about this post