সিদ্ধিরগঞ্জের নারায়ণগঞ্জ-আদমজী ইপিজেড সড়কে ইজিবাইক চালকরা ব্যরিকেট দিয়ে যান চলাচল বন্ধ করে দিয়েছে।
মঙ্গলবার(৩১মে) সকাল ৬ টায় এ সড়কের শিমরাইল, সিদ্ধিরগঞ্জ পুল, সাইলোগেট, কদমতলীপুল, মুনলাইট, নয়াপাড়া বার্মাইস্টার্ন, ২নম্বর, চৌধুরী বাড়ি, হাজিগঞ্জসহ বিভিন্ন স্থানে সড়ক ব্যারিকেট দিয়ে আগুন জ্বালিয়ে অবরোধ করেছে। এর ফলে সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েছেন ইপিজেডের শ্রমিক-কর্মচারীসহ বিভিন্ন অফিসগামী লোকজন।
সোমবার সকালে র্যাব সদস্যরা সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় কমপক্ষে ২০ ইজিবাইকচালককে বেধরক মারধর করায় ও গত দুই সপ্তাহ ধরে এ সড়কে ইজিবাইক চলাচলে বাঁধা দেয়ার প্রতিবাদে সড়ক অবরোধ করেছে বলে চালকরা জানায়।
জানা যায়, নারায়ণগঞ্জ-আদমজী ইপিজেড-শিমরাইল সড়কে অটো ও ইজিবাইক চলাচলের কারণে কমপক্ষে ৮টি স্থানে নিত্য যানজটের সৃষ্টি হলে যাত্রাীদের ভোগান্তিতে পড়তে হয়। এর ফলে গত রমজান থেকে র্যাব এ সড়কে যানজট নিরসনে অটো রিকশা ও ইজিবাইক চলাচল বন্ধ করে দিয়েছে। এসব যানবাহন বিকল্প সড়ক ডিএনডি ক্যানেল সড়ক দিয়ে চলাচল করে। এতে এ সড়কে যানযট সহনীয় পর্যায়ে আসলে র্যাবের প্রসংসনীয় উদ্যোগকে যাত্রী ও পথচারীরা সমর্থন জানায়। কিন্তু গত কয়েক সপ্তাহ যাবত ক্যানেল সড়কে ড্রেন নির্মাণ কাজ করায় এ সড়কেও যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে বাধ্য হয়ে অটো ও ইজিবাইকগুলো নারায়ণগঞ্জ-আদমজী ইপজেড সড়ক দিয়ে চলাচল শুরু করে। গত সোমবার সকালে র্যাব সদস্যরা কমপক্ষে ২০ জন অটোচালককে বেধরক মারধর করলে চালকরা এর প্রতিবাদে ও অটো চালানোর দাবিতে সড়কে অবরোধ কর্মসূচি পালন করে।
সকাল সাড়ে ৮টায় নয়াপাড়া বার্মাইস্টার্ন, মুনলাইট, কদমতলীপুল, সাইলোগেট, সিদ্ধিরগঞ্জপুল, শিমরাইল মোড় সরেজমিনে গিয়ে দেখা যায়, সড়কের বিভিন্ন পয়েন্টে অবরোধ থাকায় প্রাইভেটকার, যাত্রী ও শ্রমিকবাহী গাড়ি, জ্বালানী তেলবাহী ট্যাংকলরি, মালবাহীট্রাক আটকা পরে আছে। এ সময় ইজিবাইক চালকরা লাঠিসোটা নিয়ে ও আগুন জ্বালিয়ে রাস্তায় যানবাহন চলাচলে বাঁধা দিচ্ছে। নিরুপায় হয়ে সাধারণ লোকজন, গার্মেন্টসকর্মী, চাকরিজীবী, শিক্ষার্থীরা হেঁটে গন্তব্যে যাচ্ছে।
সকাল ১০ টায় সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চালকদের সাথে আলোচনা করে তাদের দাবি পূরণে আশ^াস দিলে চালকরা সড়ক থেকে অবরোধ সরিয়ে নেয়। এরপর থেকে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, সড়কে ইজিবাইক ও অটো চলাচলের বিষয়টি আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।
র্যাব-১১ এর মিডিয়া কর্মকর্তা জানান, ইজিবাইক চালানো বন্ধ করা হয়নি। নিয়ম মেনে চলাচলে বাঁধা দেওয়া হয়নি। ইপিজেডের গুরুত্বপূর্ণ সড়কে নিয়ম না মেনে ইজিবাইক চলাচলে দীর্ঘ যানযটের সৃষ্টি হয়। যানযট এড়াতে নিদির্ষ্ট সময়ের জন্য বিকল্প সড়কে ইজিবাইক চলাচল করতে দেওয়া হয়। চালকদের আহত করার বিষয়টি জানা নাই।
আর//দৈনিক দেশতথ্য//৩১ মে-২০২২//

Discussion about this post