Print Date & Time : 28 July 2025 Monday 5:49 am

সিদ্ধিরগঞ্জে একসঙ্গে কবর দেওয়ার আকুতি জানিয়ে জীবন দিল নবদম্পতি

মুহাম্মদ রুমান দেওয়ান, নারায়নগঞ্জ :নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এক নবদম্পতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

তারা এক মাস আগে বিয়ে করেছিল। সোমবার (৩০ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০ টায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ২ নম্বর ওয়ার্ডের ১০ পাইপ এলাকায় এ ঘটনা ঘটে।

সেখানে একটি বালুর মাঠের দুটি প্লটের মাঝখান থেকে দুজনের লাশ উদ্ধার করে পুলিশ।

স্থানীয়রা জানান, দুপুর থেকেই ওই দম্পতি এলাকায় বালুর মাঠের পাশে ঘোরাফেরা করছিল। জানা গেছে, লাশ দুটির পাশে একটি খালি বোতল পড়ে ছিল। তা থেকে বিষের গন্ধ পাওয়া গেছে। পুলিশ ধারণা করছে তারা বিষপানে আত্মহত্যা করেছেন।

নিহতরা হলেন- মিজমিজি দক্ষিণপাড়া এলাকার মনির হোসেনের ছেলে শফিকুল ইসলাম (২৮) ও তার স্ত্রী রুমি (২৬)। নতুন দুটি প্লটের মাঝখানে স্বামীর লাশের উপরে স্ত্রীর লাশটি পড়েছিল। স্ত্রী রুমির ওড়নার আঁচলে বাধা একটি চিরকুট পাওয়া গেছে। সেখানে লেখা ছিল, ‘আসসালামু আলাইকুম, আপনাদের সমাজের সবার কাছে অনুরোধ, আমাদের দুজনকে এক সঙ্গে কবর দেবেন।’

নিহত শফিকুল ব্যাটারিচালিত অটোরিকশা চালক ছিলেন। এক মাস আগে রুমির সঙ্গে তার বিয়ে হয় বলে জানান তার ভাই মো. উজ্জ্বল। তিনি বলেন, ‘আমার ভাই আমার শ্যালিকাকে পরিবারের অমতে বিয়ে করেছিল। দুই পরিবারের কেউই তা মেনে নেয়নি।’

সিদ্ধিরগঞ্জ থানার এসআই মো. আব্দুস সালাম মিয়া বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তারা বিষপান করে আত্মহত্যা করেছেন। তাদের মুখ দিয়ে ফেনা বের হচ্ছিল। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।‘