মঙ্গলবার (৭জুন) সকালে নারায়নগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকে আদমজী এমডব্লিউ কলেজের কয়েকজন শিক্ষার্থীরা ক্লাস ফাঁকি দিয়ে ঘুরতে আসে। এ সময় সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মশিউর রহমান প্রতিদিনের মতো টহলে বের হোন। টহল টিম নিয়ে তিনি সিদ্ধিরগঞ্জের সিটি করপোরেশনের নির্মানাধীন লেকে উপস্থিত হোন।
সেখানে তিনি লেকের ৭নং ওয়ার্ড ভাংগার পুল থেকে নাভানা পর্যন্ত অংশে কলেজের ইউনিফর্ম পরিহিত শিক্ষার্থীদের ঘুরাঘুরি করতে দেখেন। পরে তিনি তাদের ডেকে এনে কলেজ সময়ে ক্লাস ফাঁকি দিয়ে লেকে ঘুরাঘুরি করতে নিষেধ করেন। ঘুরতে হলে বিকেলে পরিবারের লোকজন নিয়ে সাধারন পোষাকে আসতে বলেন।
এসময় শিক্ষার্থীদের চুলের বাহারি কাটিং দেখে সেলুনে গিয়ে সেগুলো কেটে ফেলতে বলেন। আর কখনো কলেজ টাইমে ক্লাস ফাঁকি দিয়ে লেকে ঘুরাঘুরি করতে না করেন।
ভবিষ্যতে যদি আবারও তাদের কলেজের সময়ে লেকে ঘুরাঘুরি করতে দেখে তাহলে আইনগত ব্যাবস্থা গ্রহন করা হবে বলে জানিয়ে দেয়। কলেজ সময় শেষ হওয়াতে তাদের বুঝিয়ে বাড়ি পাঠিয়ে দেয়।
এসময় তার সাথে উপস্থিত ছিলেন পরিদর্শক তদন্ত হাফিজুর রহমান, পরিদর্শক অপারেশন আবু বক্কর সিদ্দিক।
এবি//দৈনিক দেশতথ্য// জুন০৭,২০২২//

Discussion about this post