সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা : সিদ্ধিরগঞ্জে একটি বাসায় গ্যাসের লিকেজ থেকে আগুনে ৭ জন দগ্ধ হয়েছেন।
দগ্ধদের মধ্যে ৬ জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। এদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক।
বুধবার রাতে গোদনাইল বাগপাড়ায় একটি টিনশেড বাড়িতে এই আগুনের ঘটনা ঘটে।
ঘটনায় ২২ দিনের নবজাতক কন্যা সন্তানও সামান্য দগ্ধ হয়েছে, তবে তাকে বাসায় রেখে প্রাথমিক চিকিৎসা দেওয় হয়। তার মা সুখি আক্তার (৩২)দগ্ধ হয়ে বার্ন ইনস্টিটিউটে ভর্তি আছেন। দগ্ধ অন্যরা হলেন সুখির মেয়ে সাদিয়া (১০), তার বোন জান্নাতি আক্তার (১৮), ভাই আরিফ হাওলাদার (২১), ফুফাতো বোন রহিমা আক্তার (৩২) ও রহিমার মেয়ে ঋতু (১৩)।
জানা যায়,নূর মোহাম্মদের স্ত্রী সুখি আক্তার স্বপরিবারে বার্মাইষ্টার্নের কেতা মিয়ার বাসায় ভাড়া থাকত। বুধবার রাত ১০টার দিকে আগুন জ্বালাতে গিয়ে গ্যাসের লিকেজ থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। আগুনে বাসায় আগত অতিথিসহ ৭জন দগ্ধ হয়। তাৎক্ষণিক দগ্ধদের ৬ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
গতকাল বৃহস্পতিবার খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর সিদ্দিক ও আদমজী ফায়ার সার্ভিসের কর্মকর্তাগণ ঘটনাস্থল পরিদর্শন করেন। ফায়ার সার্ভিসের ধারনা গ্যাসের লিকেজ থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
বার্ন ইনস্টিটিউট থেকে জানা যায়, একজনকে আইসিইউতে রাখা হয়েছে। বাকিদের বিভিন্ন ওয়ার্ডে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। এক জনের অবস্থা আশংকাজনক।
দৈনিক দেশতথ্য//এইচ//

Discussion about this post