Print Date & Time : 15 July 2025 Tuesday 4:53 am

সিদ্ধিরগঞ্জে গ্যাস বিস্ফোরণ : আরও একজনের মৃত্যু

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা:সিদ্ধিরগঞ্জের গ্যাসের বিস্ফোরণে দগ্ধ জান্নাতি আক্তার (১৮) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এই নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে ২ জনে উন্নীত হলো।

মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। জান্নাতি আক্তার পটুয়াখালীর গলাচিপার দক্ষিণ চরখালি গ্রামের মো. মোতালেব মিয়ার মেয়ে।

এর আগে একই ঘটনায় সোমবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার বড় বোন রহিমা বেগমের (৩৫) মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. তরিকুল ইসলাম।
তিনি বলেন, ‘মঙ্গলবার ভোরে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) জান্নাতি আক্তার ১৫ শতাংশ দগ্ধ শরীর নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। একই ঘটনায় সোমবার তার বড় বোন রহিমা বেগম চিকিৎসাধীন অবস্থায় মারা যান।’

গত ২৪ জানুয়ারি দিবাগত রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ গোদনাইল বাগপাড়া এলাকায় একটি টিন শেডের বাসায় মশার কয়েল জ্বালানোর সময় বিস্ফোরণ ঘটে। এতে বাড়িতে আগুন ধরে যায়। ওই ঘটনায় পরিবারের এক শিশুসহ ৭ জন দগ্ধ হন। আশপাশের লোকজন তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসেন।

দগ্ধরা হলেন- বাগপাড়া এলাকার নূর মোহাম্মদের স্ত্রী সুখী আক্তার (৩৩), তার মেয়ে সাদিয়া (১০), বোন জান্নাতি আক্তার (১৮), ভাই আরিফ হাওলাদার (২১), ফুপাতো বোন রহিমা আক্তার (৩২) ও রহিমার মেয়ে ঋতু আক্তার (১৩)।

আগুনে সুখী আক্তারের মেয়ে ২২ দিনের নবজাতক মুনতাহার শরীরে আগুনে আচ লেগে আহত হয়। বৃহস্পতিবার সকালে ফায়ার সার্ভিসের কর্মকর্তাগন ঘটনাস্থল পরিদর্শন করে জানান, গ্যাসের পাইপের লিকেজ থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটতে পারে।

দৈনিক দেশতথ্য//এইচ//