Print Date & Time : 10 May 2025 Saturday 11:28 pm

সিদ্ধিরগঞ্জে ছয় নারী পাচারকারী আটক, তিন নারী উদ্ধার

রুম্মান দেওয়ান, সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি ।।নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে পার্শ্ববর্তী দেশে পাচারকালে ১ পুরুষ ও ৫ নারী পাচারকারী সদস্যকে আটক ও পাচারকালে পালিয়ে আসা ১ জনসহ ৩ নারীকে উদ্ধার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন।

শুক্রবার (৫ আগষ্ট) দুপুরে  র‍্যাব ১১ এর প্রধান কার্যালয় আদমজীতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান  অধিনায়ক লেফট্যান্ট কর্নেল তানভীর মাহমুদ পাশা।

তিনি জানান, বৃহস্পতিবার বিকালে জনৈক নারী ভিকটিম সশরীরে র‍্যাব-১১ এর ব্যাটালিয়ন সদর দপ্তরে হাজির হয়ে লিখিতভাবে অভিযোগ করে যে, একদল মানব পাচারকারী সদস্য তাকে বিউটি পার্লারে কাজ যোগাড় করে দেয়ার কথা বলে যশোর বেনাপোল বর্ডারে নিয়ে যায়। এক পর্যায়ে তাকে পার্শবর্তী দেশে কাঁটাতারের বেড়া অতিক্রম করে যাওয়ার জন্য বললে সে বুঝতে পারে যে তাকে পার্শ্ববর্তী দেশে পাচার করা হচ্ছে। সে যেতে রাজি না হলে পাচারকারীরা তাকে ব্যাপক মারধর করে। এক পর্যায়ে সে কৌশলে পালিয়ে আসে এবং পরবর্তীতে সে বাসে করে যশোর থেকে নারায়ণগঞ্জ আসে। 

র‍্যাব-১১ ভিকটিমের দেয়া তথ্য অনুযায়ী নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন মিজমিজি বাতানপাড়া (মসজিদ রোড) এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৫ জন নারী ও ১ জন পুরুষ নারী পাচারকারী সদস্যকে আটক করতে সক্ষম হয়। এ সময় তাদের কাছ থেকে পাচারের কাজে ব্যবহৃত বেশ কয়েকটি মোবাইল উদ্ধার করা হয়। এছাড়াও গ্রেফতারকৃত আসামিদের নিকট হতে ভিকটিমের ডেবিট কার্ড ও টাকা রাখার ব্যাগ উদ্ধার করা হয়। 

অভিযান পরিচালনাকালে আরো ২ জন নারী ভিকটিমকে উদ্ধার করা হয় যাদের মধ্যে ১ জন অপ্রাপ্ত বয়ষ্ক। ভিকটিমদের জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তাদেরকেও উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে পার্শ্ববর্তী দেশে পাচারের জন্য পাচারকারী চক্রটি উক্ত স্থানে নিয়ে আসে এবং এদের মধ্যে অপ্রাপ্ত বয়স্ক নারী ভিকটিমকে বৃহস্পতিবার রাতেই পার্শ্ববর্তী দেশে পাচার করার পরিকল্পনা ছিল। 

আটককৃত মানব পাচারকারীরা হলো, মুন্সিগঞ্জের সিরাজদিখানের ডাইনাপাড়ার তোফাজ্জল হোসেন ইরানের স্ত্রী ঝুমা আক্তার(২৮), হিল্লাপাড়ার রিপন শেখের স্ত্রী শারমিন আক্তার (২৯), নারায়ণগঞ্জের আড়াইহাজারে রহমানের মেয়ে মিনারা রিনা(৩৫), সিদ্ধিরগঞ্জের মৃত রাজ্জাক মিস্ত্রির ছেলে শাহজামাল (৪০), চাঁদপুরের ফরিদগঞ্জের চরচন্নার শাহজামালের স্ত্রী রাবেয়া আক্তার (২৭) ও নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মিজমিজির মৃত শহিদুলের স্ত্রী কমলি খাতুন (৩২)। 

র‍্যাব জানায়, প্রাথমিক অনুসন্ধান ও আটককৃত মানব পাচারকারীগণকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, এই চক্রটি দীর্ঘদিন যাবত সহজ-সরল অভাবি নারীদের উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে অবৈধভাবে পার্শ্ববর্তী দেশে পাচার করে আসছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত আসামিরা ঘটনার সত্যতা স্বীকার করেছে। মানব পাচার চক্রের সাথে জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারে প্রচেষ্টা চলমান রয়েছে। 

এ ঘটনায় আটককৃত আসামিদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানায় একটি সাধারণ মামলা রুজু ও আসামিদেরকে হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানান র‍্যাব ১১ অধিনায়ক।

আর//দৈনিক দেশতথ্য//৫ আগষ্ট-২০২২